ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর শপথ বয়কট জয়ললিতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মে ২৫, ২০১৪
মোদীর শপথ বয়কট জয়ললিতার

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান বয়কট করছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এমনকি অনুষ্ঠানে তিনি কোনো প্রতিনিধিও পাঠাচ্ছেন না।



তামিলনাডুর ক্ষমতাসীন এআইএডিএমকে দলের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অথচ এর আগে মোদী বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছিলেন জয়ললিতা। পাশাপাশি শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি।

শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্ষেকে শপথে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করেই মূলত গোল বাধে জয়ললিতা-মোদীর।

শপথ অনুষ্ঠানে ভারতের সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। শুধু তাই নয়, সার্কভুক্ত দেশের সব রাষ্ট্রপ্রধানকেও শপথে আমন্ত্রণ জানানো হয়। এর অংশ হিসেবে আমন্ত্রণ জানানো হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষেকে।

কিন্তু মহেন্দ্র রাজাপক্ষেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘোর আপত্তি তোলেন জয়ললিতা। তিনি বলেছিলেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার স্বার্থে রাজাপক্ষেকে আমন্ত্রণ না জানালেও পারতেন মোদী।

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের চূড়ান্ত দিনগুলোতে প্রেসিডেন্ট রাজাপক্ষের বিরুদ্ধে তামিলবিরোধী গণহত্যা চালানোর অভিযোগ তুলে আসছে ভারতের তামিল জনগোষ্ঠী। তামিলনাডুর প্রায় সব রাজনৈতিক দলই এ ব্যাপারে শ্রীলঙ্কার বিরুদ্ধে সোচ্চার।

রাজাপক্ষেকে আমন্ত্রণ না জানানো হলেই কেবল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ভাবা হয়েছিলো বলে জানিয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে।

এদিকে তামিলনাডুর দুই বিরোধী দল ডিএমকে এবং এমডিএমকেও জয়ললিতার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এমডিএমকে আরও এক কাঠি বেড়ে জানিয়েছে, সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে নয়াদিল্লিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবে তারা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।