ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইলা দুর্গতদের গণবিয়ে, যৌতুক গরু বা আলমারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৪
আইলা দুর্গতদের গণবিয়ে, যৌতুক গরু বা আলমারি ছবি: প্রতীকী

কলকাতা: বাড়ি ফিরছেন নব্য বিবাহিত স্ত্রীকে নিয়ে। যৌতুকে হিসাবে পেয়েছেন একটি গাভী বা একটি আলমারি।

সঙ্গে একটা পানি বিশুদ্ধকরণ যন্ত্র ‘ওয়াটার পিউরিফায়ার’ও উপহার হিসাবে পেয়েছেন বর-বধূ।

তবে নতুন বউকে সঙ্গে নিয়ে এখনি ঘরে উঠতে পারলেও যৌতুকের গাভীটি যাবে কয়েকদিন বাদে।

কলকাতার ঝা তকতকে সাউথ সিটির মলে একটি গণবিয়েতে এমনি আয়োজন ছিল। ৬৫ জন নবদম্পতির এই বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল বাংলানিউজটোয়েন্টিফোর.কমও।

৬৫ জনের ৩০ জনই পশ্চিমবঙ্গের সুন্দরবন সংলগ্ন ঘূর্ণিঝড় আইলার শিকার, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। ঘূর্ণিঝেড়ে সব হারিয়ে যারা মাথা তুলে দাঁড়ানোর পথ হারিয়ে ফেলেছিলেন। তাদের পাশেই দাঁড়িয়েছে কলকাতার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে পাত্র-পাত্রী, তাদের পরিবারের সদস্যরা ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়সহ বেশ কিছু অতিথি।

বর-বধূদের বাকিরাও এসেছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যাদের জীবন আইলা-দুর্গতদের মতোই দুর্গতির অন্ধকারে ঘুরপাকা খাচ্ছিল।  

সাউথ সিটি মলের মতো একটি জায়গায় এই ধরনের অনুষ্ঠান নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছিল। সুন্দরবনের সব পাত্র-পাত্রীই যেহেতু গরু নিয়েছেন তাই সঙ্গত কারণেই যৌতুক হাজির করা যায়নি বিবাহ অনুষ্ঠানস্থলে। আবার কলকাতা থেকে গরু নিয়ে যাবার আর্থিক ক্ষমতাও নেই এই নবদম্পতিদের। তাই আয়োজকদের তরফে জানানো হয়, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে যৌতুক।

বাকি দম্পতিদের দেওয়া হয় একটি করে আলমারি। আর তাতেই বেজায় খুশি এই দম্পতিরা।

এদের অনেকেই জানালেন, আর্থিক কারণে বিয়ে করা সম্ভব হচ্ছিল না। তাই এই ধরনের উদ্যোগে সামিল হতে পেরে খুশি তারা সকলেই। খুশি উপস্থিত অতিথিরাও।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।