ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাবকসহ হাতির মৃত্যু, ২টি বগি লাইনচ্যুত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
শাবকসহ হাতির মৃত্যু, ২টি বগি লাইনচ্যুত ছবি: (ফাইল ফটো)

ঢাকা: ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবকসহ মা হাতির। এ ঘটনা সোমবার দিবাগত রাত দুটো নাগাদ ঘটে আসামের    কালচিনির মধু চা বাগানের কাছে।

এ সময় লাইন পেরোচ্ছিল হাতির দল৷

তখনি ঘটে বিপত্তি। এ সময় ওই রেললাইন দিয়ে যাচ্ছিল  আর্মি স্পেশাল ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় শাবকসহ মায়ের৷ ট্রেনটি আসম যাচ্ছিল৷ সেই সময় ট্রেনের হর্ন ও আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ায় লাইন থেকে সরতে পারেনি শাবকটি৷


শাবককে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় মায়েরও৷ চালক ট্রেনটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেও ব্যর্থ হন৷ হাতির সঙ্গে ধাক্কার জেরে ইঞ্জিনের পরের দুটি বগিও লাইনচ্যুত হয়৷

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।