ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি জাহিদ কলকাতায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি জাহিদ কলকাতায় গ্রেফতার

কলকাতা: ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি জাহিদ হোসেন কলকাতায় গ্রেফতার হয়েছেন।

কলকাতা স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।



জাহিদ হোসেন ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য। ভারতে পুনে বেকারি বিস্ফোরণ মামালায় অভিযুক্তদের মধ্যে তিনি একজন।

২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি পুনের জার্মান বেকারিতে বোমা বিস্ফোরণে ১৭ জন মারা যান। আহত হন ৬০ জন। এর মধ্যে ইতালি, ইরান, নেপাল এবং সুইডেনের নাগরিকও ছিলেন।

এছাড়াও ভারতে আরও চার-পাঁচটি মামালায় জাহিদ হোসেন প্রধান চক্রান্তকারীদের মধ্যে অন্যতম। ইন্ডিয়ান মুজাহিদিনের এই জঙ্গিকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স (এস টি এফ)-এর একটি বিশেষ দল।

বৃহস্পতিবার তাকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ হয়ে জাহিদ বিহার যাচ্ছে, এমন একটি খবর আসে কলকাতা পুলিশের কাছে। এর পরই তৎপর হয় পুলিশ ও এসটিএফ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।