ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিশ্বকাপ ফাইনাল আগের দিন নীল-সাদা শহর কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
বিশ্বকাপ ফাইনাল আগের দিন নীল-সাদা শহর কলকাতা

কলকাতা: বিশ্বকাপ ফাইনাল খেলার আগের দিন আর্জেন্টিনার সমর্থনে উৎসবের মেজাজ কলকাতায়। বিভিন্ন পাড়ায় পাড়ায় আর্জেন্টিনার পতাকায় শহরের রঙ হয়ে গেছে সাদা এবং নীল।



এমনিতেই কলকাতায় অনেক আগেই সরকার সমস্ত সরকারি বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট নীল এবং সাদা রঙে সাজিয়ে তুলেছেন। আর বিশ্বকাপের ফাইনাল খেলার ঠিক আগের দিন আর্জেন্টিনার পতাকায় সেই নীল সাদা শহর কলকাতাকে আরও রঙিন করেছে।

আর এই উৎসবে বাদ যায়নি ছোট–বড় কোন আর্জেন্টিনার সমর্থক। তবে নেইমার আর্জেন্টিনাকে সমর্থন জানালেও কলকাতার ব্রাজিল সমর্থকরা কিন্তু সরাসরি সমর্থন করছে জার্মান দলকে। তাই কলকাতা বর্তমানে দুটি ভাগে ভাগ হয়ে গেছে।

তবে আর্জেন্টিনার সমর্থকরা শুধু রাস্তায় বা বাড়িতে পতাকা টানিয়েই থেমে থাকেননি। তারা অনেকেই তাদের প্রিয় গাড়ির রঙ বদলে ফেলে নীল সাদা করে ফেলেছেন।

প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের রঙও নীল এবং সাদা। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন তিনি আর্জেন্টিনার সমর্থক।

আর্জেন্টিনার সমর্থকদের আশা ফাইনালে দেখা যাবে মেসি ম্যাজিক। তারা আরও মনে করছে সোনার বল পাবেন মেসিই। এখন অপেক্ষা আর একটি দিনের তারপর বেশ বড় করে বিজয় উৎসবে মাতবে কলকাতা। অন্তত কলকাতার মেসি ভক্তরা এমনটাই আশা করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।