ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জিয়া খানের মৃত্যু তদন্ত সিবিআই’তে

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৪
জিয়া খানের মৃত্যু তদন্ত সিবিআই’তে অভিনেত্রী জিয়া খান

ঢাকা: অবশেষে বম্বে হাইকোর্ট অভিনেত্রী জিয়া খানের বহুল আলোচিত মৃত্যুর তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে । আদালতের এই রায়ের ফলে জিয়ার প্রেমিক সুরজ পাঞ্চলিকে আবার নতুন করে সিবিআইয়ের জেরার মুখোমুখি পড়তে হতে পারে ।



জিয়া খান তার মৃত্যুর জন্য সুইসাইড নোটে অভিনেতা আদিত্য পাঞ্চলি ও অভিনেত্রী জরিনা ওয়াহাবের ছেলে সুরজকে দায়ী করে গিয়েছিলেন জিয়া ।

এক বছর আগে গত জুন মাসে মুম্বাইয়ের জুহুর বাড়ি থেকে মার্কিন নাগরিক জিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । লাশ উদ্ধার হওয়া ৬ পাতার চিঠির বয়ানের ভিত্তিতে একই বঝর ১০ জুন ২১ বছর বয়সী সুরজকে গ্রেফতার করে মুম্ব‍াই পুলিশ।

সুরজ পাঞ্চলি বম্বে হাইকোর্ট থেকে ১ জুলাই জামিনে মুক্তি পায়। আদালতকে সুরজ জানিয়েছিল, জিয়ার সম্মতিতে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল । তবে জিয়ার চিঠিটিকে জিয়ার মা রাবিয়া খান অপব্যবহার করছেন বলে সুরজ অভিযোগ তুলেছিল ।

এরপর অক্টোবর মাসে জিয়ার মা সিবিআই তদন্ত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন । জিয়ার মৃত্যুর যথাযথ বিচার চেয়ে জিয়ার মা রাবিয়া মার্কিন দুতাবাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন।

মার্কিন দুতাবাস ভারত সরকারকে চিঠি লিখে তদন্ত করানোর আশ্বাসও দিয়েছিল ।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।