ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাসপোর্ট তৈরি সহজ হচ্ছে ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
পাসপোর্ট তৈরি সহজ হচ্ছে ভারতে ছবি: সংগৃহীত

কলকাতা: ভারতে সহজ করা হচ্ছে পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। আগের মতো দুই স্তরের পুলিশি অনুসন্ধান পক্রিয়ার বদলে চালু হচ্ছে একট স্তরের অনুসন্ধান প্রক্রিয়া।

প্রাথমিক ভাবে মুম্বাইতে এই পদ্ধতি চালু হলেও আগামী দিনে গোটা ভারতে এই পদ্ধতি চালু হবে।

পুলিশি অনুসন্ধান প্রক্রিয়া থেকে বাদ যাবে শিশু, সরকারি কর্মচারী এবং বৃদ্ধরা। সাত দিনের মধ্যে পুলিশকে তার অনুসন্ধান তথ্য জানাতে হবে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশি অনুসন্ধান নিয়ে ভারতের সবকটি রাজ্যেই বিলম্বের অভিযোগ ছিল।

মনে করা হচ্ছে এই পদ্ধতি কার্যকর হলে পাসপোর্ট পাবার ক্ষেত্রে সময় অনেকটাই কমে যাবে। পাশাপাশি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রেও এই পদ্ধতিতে কম সময় লাগবে।

সাধারণত নবায়নের সময় আবার নতুন করে পুলিশি অনুসন্ধান করা হয়। কিন্তু নতুন নিয়মে প্রথম পুলিশি অনুসন্ধানে কোনো সমস্যা না থাকলে আবার পুলিশি অনুসন্ধানের প্রয়োজন পড়বে না।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।