ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আধার কার্ড চালুর নির্দেশ মোদী’র

আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
আধার কার্ড চালুর নির্দেশ মোদী’র

ঢাকা: ভারতে আধার কার্ড প্রকল্পের ভবিষ্যত নিয়ে দীর্ঘদিন ধরে যে জল্পনা-কল্পনা চলছিল তার অবসান ঘটালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ অর্থাৎ পূর্বতন ইউপিএ সরকারের গ্রহণ করা এ প্রকল্পটি তিনি খারিজ করে দিচ্ছেন না।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার স্বচ্ছতার সঙ্গে গ্যাসসহ বিভিন্ন ক্ষেত্রে ভরতুকির টাকা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই আধার কার্ড প্রকল্প চালু করে।

এর প্রকল্পের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউণ্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া।

আধার কার্ড প্রকল্প নিয়ে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রধানমন্ত্রী ছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দরজিত্‍ সিং, স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী এবং আধার প্রকল্পের ডিরেক্টর জেনারেল বিজয় এস মদন৷

ওই বৈঠকে আধার কার্ড পরিকল্পনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জ্বালানি এবং বিভিন্ন্ সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ভরতুকির টাকা যাতে দ্রূত উপভোক্তার অ্যাকাউণ্টে পৌঁছে যায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মোদী৷

ইউপিএ জমানায় বিজেপি নেতা যশবন্ত সিনহার নেতৃত্বাধীন অর্থ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি আধার প্রকল্পকে কার্যত খারিজ করে দিয়েছিল৷ প্রধানমন্ত্রী মোদী সংশ্লিষ্ট অফিসারদের আধার কার্ড প্রকল্প পুনরায় চালু করতে নির্দেশ দিয়েছেন৷

এই বিল সংসদে পেশ হলে তা আইনি মর্যাদা পাবে৷ বৈঠকে গ্যাস সিলিন্ডার, পেনশন, স্কলারশিপ প্রভৃতির টাকা যাতে সরাসরি দ্রূত গ্রাহকের অ্যাকাউণ্টে চলে যায় সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

অবশ্য অধিকাংশ মানুষের হাতে আধার কার্ড নেই। গোটা দেশের মাত্র ৩০০ জেলায় ৮০ শতাংশেরও বেশি মানুষের হাতে আধার কার্ড  রয়েছে৷ অবিলম্বে আধার প্রকল্প চালু করার উপরে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

এই প্রকল্প চালু হলে আসন্ন বাজেটেই মোদী সরকার ভরতুকির পরিমাণ কিছুটা কমাতে পারবেন৷ তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে মোদী সরকার আধার প্রকল্প বাতিল করে দিতে পারে৷

কারণ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আধার প্রকল্পের পরিবর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নেওয়া ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) প্রকল্প চালু করার উপর জোর দিচ্ছিলেন৷ তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছাতেই টিকে যাচ্ছে আধার কার্ড প্রকল্প ৷

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।