ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার পরিবহনে যুক্ত হতে চলেছে ‘রোপ ওয়ে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
কলকাতার পরিবহনে যুক্ত হতে চলেছে ‘রোপ ওয়ে’ ছবি: সংগৃহীত

কলকাতা: মাটির তলায় পাতাল রেল তো ছিলই, এবার কি তবে কলকাতার আকাশে দেখা দেবে রোপ ওয়ে! কলকাতার পরিবহন সমস্যা কমাতে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই রকমই একটি প্রস্তাব দিয়েছে কনভেয়ার অ্যান্ড রোপ ওয়ে সার্ভিসেস বলে একটি সংস্থা।

সংস্থার পক্ষে ম্যানেজিং ডিরেক্টর শেখর চক্রবর্তী জানিয়েছেন কলকাতার শিয়ালদা থেকে বিবাদীবাগ পর্যন্ত এই রোপ ওয়ে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও সরকারের তরফে কোন রকম সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সূত্রের খবর এই প্রস্তাবে যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সংস্থাটিকে তাদের প্রস্তাব সবিস্তারে জমা দিতে বলা হয়েছে। তবে ‘রোপ ওয়ে’ বা ‘কেবল কার’ সাধারণত সরল রেখা ধরে যাতায়াত করে। কিন্তু সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শেখর চক্রবর্তী জানিয়েছেন, তার আবিষ্কৃত পদ্ধতি অনুযায়ী কলকাতার গলির ভিতর দিয়েও ‘রোপ ওয়ে’ চালানো যাবে।

নগর উন্নয়ন দফতরের তরফে বলা হয়েছে রোপ ওয়ের যাত্রা পথটি যাতে কলকাতা সংলগ্ন সল্টলেক পর্যন্ত বাড়ানো যায় সে নিয়েও যেন প্রস্তাবে বর্ণনা থাকে।

সাধারণত ভারতের বিভিন্ন তীর্থস্থান, পাহাড়ি অঞ্চল অথবা কলকাতার কয়েকটি প্রমোদ উদ্যানে রোপ ওয়ের ব্যবস্থা আছে। কিন্তু শহরের ভিতর এই ধরনের প্রকল্প এই প্রথম।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি শহরের পরিবহনের জন্য আদর্শ। কারণ এটি দূষণমুক্ত, যানজটহীন এবং এর জন্য বিশেষ জমির প্রয়োজন লাগে না।

সংস্থার তরফে আরও জানান হয়েছে কাজ শুরু করার নির্দেশ পেলে দুই বছরের মধ্যে কলকাতার পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে এই রোপ ওয়ে বা 'কেবল কার'।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৯ জুলাই , ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।