ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঘাটাল প্ল্যান নিয়ে সরগরম সংসদ

প্রসেনজিৎ দাশগুপ্ত, দিল্লি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
ঘাটাল প্ল্যান নিয়ে সরগরম সংসদ ছবিতে মেদিনীপুরে বন্যা দৃশ্য।

দিল্লি: মেদিনীপুরের বন্যা কবলিত এলাকায় ঘোষিত 'ঘাটাল মাস্টার প্ল্যান' নিয়ে লোকসভা অধিবেশনে তৃণমূল-কংগ্রেস ও বিজেপি সাংসদদের মধ্যে তুমুল বির্তক হয়েছে।  

বৃহস্পতিবার অধিবেশন চলাকালে এ প্রকল্প বাস্তবায়ন নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়।


 
কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতীর উপস্থিতিতে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, ইউপিএ-এর আমলে পশ্চিমবঙ্গের অন্যতম বন্যা অধ্যুষিত অঞ্চল পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বন্যা মোকাবেলায় 'ঘাটাল মাস্টার প্ল্যান'র ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এখনও এর বাস্তবায়ন হয়নি।

 এনিয়ে কটাক্ষও করেন তৃণমূলের এ সাংসদ  শুভেন্দু।

এসময় এ প্রকল্প কবে চালু হবে তা কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

একই সঙ্গে ত‍ৎকালীন ইউপিএ সরকারের এই প্রকল্পে উদাসীনতা নিয়েও সমালোচনা করেন এই সাংসদ। একই সঙ্গে আপত্তি তোলেন কংগ্রেসের মুখপাত্র মল্লিকর্জুন খারগে।

এসময় অধিবেশনের কার্যক্রম কিছুক্ষণের জন্য বাধাগ্রস্ত হয়।  

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী বলেন, পশ্চিমবঙ্গের বন্যা প্রতিরোধের জন্য 'ঘাটাল মাস্টার প্ল্যান' অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ, যা কিছু প্রায়োগিক খামটির (টেকনিক্যাল এরর) জন্য সক্রিয় হতে পারছেনা।

এ সংক্রান্ত জরুরি বিষয় নিয়ে সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসার জন্য রাজ্য সরকারকে আমন্ত্রণ জানান উমা।

উন্নয়নমন্ত্রী উমা ভারতী বলেন, কেন্দ্র ও রাজ্যের লাল ফিতার দূরত্ব ডিঁঙিয়ে এ প্রকল্প খুব শিগগির বাস্তবায়িত হতে পারে। তবে এ জন্য রাজ্যকেও কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে হবে, করতে হবে পারস্পরিক সহোযোগিতাও।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।