ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৪
এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭ ছবি: সংগৃহীত

কলকাতা: জাপানিজ এনসেফেলাইটিসে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭-এ দাঁড়িয়েছে। শুক্রবার সকালে কলকাতায় এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ওই ব্যক্তির নাম নারায়ণ সরকার।

স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে তিনি ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

নারায়ণ সরকার আসামের গুয়াহাটিতে পেশা সূত্রে বসবাস করতেন বলে জানা গেছে।

এদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আরও বেশ কিছু মানুষের অজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের মধ্যে কেউ জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্ত কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে কলকাতার বাসিন্দা আড়াই বছরের একটি শিশু একফেলাইটিসে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজে মারা যায়।

এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও অজানা জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে। কলকাতার বিভিন্ন হাসপাতালে বেশ কয়েকজন জ্বর এবং জাপানিজ এনসেফেলাইটিসের উপসর্গ নিয়ে ভর্তি আছেন বলে খবর পাওয়া গেছে। তাদের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

কলকাতার আশেপাশের এলাকায়ও এ রোগের প্রাদুর্ভাব বাড়ছে। শহরটিতে এ রোগ মহামারি আকার না নিলেও বিভিন্ন প্রান্তে জ্বরে আক্রান্ত রোগীর যে খবর পাওয়া যাচ্ছে তাতে কলকাতার নাগরীকদের মধ্যে আতঙ্কের জন্ম নিচ্ছে।

কলকাতার বিভিন্ন অঞ্চলে পুরসভার তরফ থেকে মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালান হয়েছে। জনগণকে অতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

**এনসেফেলাইটিসে মৃত ১৩৫, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি’র

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।