ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এনসেফেলাইটিস নিয়ে কেন্দ্রকে এক হাত মমতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৪
এনসেফেলাইটিস নিয়ে কেন্দ্রকে এক হাত মমতার

কলকাতা: ভারত সরকারের কড়া চিঠির জবাব কড়া সুরেই দিল পশ্চিমবঙ্গ সরকার। জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানালেন আগে থেকে সতর্ক করেনি কেন্দ্র সরকার যার ফলেই বেড়েছে এই মরণ রোগের প্রকোপ।

এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী হর্ষবর্ধন রাজ্য সরকারকে দু’টি চিঠি দিয়ে জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে বিভিন্ন তথ্য জানতে চান। সেই চিঠির উত্তরেই কেন্দ্রকে এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের তরফে জানান হয়েছে রাজ্যের কাছে যথেষ্ট পরিকাঠামো আছে। কিন্তু কেন্দ্রের আগাম তথ্য না জানানোর ফলেই সমস্যায় পরেছে রাজ্য।

তার কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেছেন পাশের রাজ্যে আসামে বেশ কিছুদিন ধরে জাপানিজ এনসেফেলাইটিস ছড়ালেও পশ্চিমবঙ্গকে সতর্ক করেনি কেন্দ্র সরকার।

মনে করা হচ্ছে যখন জাপানিজ এনসেফেলাইটিস নিয়ে চাপের মুখে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় কেন্দ্রকে পাল্টা আক্রমণের পথেই গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এখনও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখনও জাপানিজ এনসেফেলাইটিসে আক্রান্তের খবর এসে পৌঁছচ্ছে। শিশুদের আক্রান্ত হবার সংখ্যা বড়দের থেকে বেশি। বিভিন্ন হাসপাতালে ঘুরে আক্রান্তের উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি হতে দেখা গেছে। তবে একটাই আশার কথা নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ০৫ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।