ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় এবার চিকনগুনিয়া-ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৪
কলকাতায় এবার চিকনগুনিয়া-ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

কলকাতা: জাপানি এনসেফ্যালাইটিসের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পশ্চিমবঙ্গের কলকাতায় এবার চিকনগুনিয়া, ডেঙ্গু ও  ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

কলকাতার বাসিন্দা ১৭ বছরের এক কিশোরীর রক্তে চিকনগুনিয়া’র উপস্থিতি ধরা পরেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।



তবে সুনিশ্চিত হতে আরো পরীক্ষা চালাচ্ছে কলকাতা পৌরসভার ল্যাবরেটরি।

দক্ষিণ কলকাতার চেতলা এলাকার ওই কিশোরী গত কয়েকদিন ধরেই প্রবল জ্বরে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে তাকে দক্ষিণ ২৪ পরগনা জেলা হাসপাতাল এম আর বাঙ্গুরে ভর্তি করা হয়। সেখান থেকে রক্ত পরীক্ষার জন্য তাকে কলকাতা পৌরসভার পরীক্ষাগারে পাঠিয়ে দেন চিকিৎসকেরা। সেখানেই তার রক্তে চিকনগুনিয়ার জীবাণু পাওয়া যায়।

পরীক্ষার ফলাফল পাওয়ার পর রোগীর বাড়ি এলাকায় কলকাতা পৌরসভার বিশেষ দল পরিদর্শনে গেছেন। তারা ওই এলাকায় চিকনগুনিয়ার অস্তিত্ব নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

কলকাতা পৌরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, কলকাতায় ডেঙ্গু-চিকনগুনিয়া হওয়ার সংখ্যাটা অত্যন্ত নগণ্য। মানুষকে সচেতন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরও জানিয়েছে,  কলকাতায় ডেঙ্গু-চিকনগুনিয়ার সংখ্যার ওপর তারা নজর রাখছেন।

তবে তাদের কাছে এখন পর্যন্ত চিকনগুনিয়ায় আক্রান্তের কোনো খবর নেই।

তবে ইতোমধ্যে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে প্রবল জ্বরে আক্রান্ত রোগীদের খবর আসছে। যদিও ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকনগুনিয়ায় আক্রান্ত হওয়ার কোনো খবর সরকারিভাবে ঘোষণা করা হয়নি।

অপরদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জাপানি এনসেফ্যালাইটিস নিয়ে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন চিকিৎসকেরা। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও একই দাবিতে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন।

অধ্যক্ষের  সাময়িক বরখাস্তের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। সেই মিছিলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় বলে খবর পাওয়া  গেছে।

এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, বদলি বা বরখাস্ত ইত্যাদি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। ছাত্রছাত্রীদের এ নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে না।

অবশ্য তিনি প্রয়োজনে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।