ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির কনট প্লেসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
দিল্লির কনট প্লেসে আগুন ছবি : সংগৃহীত

ঢাকা: দিল্লির অভিজাত এলাকা কনট প্লেস এলাকায় সোমবার সকাল আটটা নাগাদ ‘এ' ব্লকে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভাতে দ্রূত ঘটনাস্থলে ছুটে যায়।



ঘটনার পর পরই বহুতল ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এনআইআইটি সেণ্টারের রাম বিল্ডিংয়ে এ আগুন লাগে।

সেখানকার বহুতল ভবনের দোতলায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ধোঁয়া বের হতে দেখে বাসিন্দারা দমকলে খবর দেন। আগুন লাগার খবর শুনেই আতঙ্কে আশপাশের সব দোকন বন্ধ করে দেওয়া হয়।

তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।