ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় হৃদয়স্পর্শী ‘বিশ্ব সারমেয় দিবস’ উদযাপন

ভাস্কর সরদার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
কলকাতায় হৃদয়স্পর্শী ‘বিশ্ব সারমেয় দিবস’ উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ঘটনাটি ঘটেছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। কিন্তু সেটা দাগ কেটেছিল গোটা ভারতবাসীর মনে।

টানা ১৫ দিন রোদ, বৃষ্টি উপেক্ষা করে না খেয়ে মনিবের কবরের পাশে বসেছিল তার পোষা সারমেয় বা কুকুরটি। জীবন-মৃত্যুর সীমানা ছাড়িয়ে ভালোবাসার সে জয়গান আজও অমর।

মানুষ-জীবের ভালোবাসার সেই বন্ধনকে উপলক্ষ করে উদযাপন করছে কলকাতাসহ গোটা ভারত।

২৬ আগস্ট ‘বিশ্ব সারমেয় দিবস’ উপলক্ষে মঙ্গলবার কলকাতার পশুপ্রেমীদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।

এর মধ্যে অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ছিল ‘ডগ শো’। কলকাতা ক্যানেল ক্লাব-এর উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সারমেয়দের হাজির করা হয়।

এখানে শুধু প্রতিযোগিতাই নয়, হাজির হওয়া পশুপ্রেমীরা কুকুরদের স্বভাব ও তাদের পরিচর্যা বিষয়ে মতবিনিময় করেন। এখানে হাজির হওয়া পশু চিকিৎসকদের সঙ্গেও কথাবার্তা বলেন তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য একদিকে যেমন পশুপ্রেমীদের উৎসাহ, প্রয়োজনীয় তথ্য তুলে দেওয়া, অন্যদিকে পোষা কুকুর সম্পর্কে আরও মানুষকে সচেতন করাও এ ধরনের অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।