ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মাথার ওপর রবীন্দ্রনাথ!

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
মাথার ওপর রবীন্দ্রনাথ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা থেকে ফিরে: নিজস্ব সংস্কৃতিকে আন্তর্জাতিকতা দিতে নিজেদেরই উদ্যোগ নিতে হয়, একথাটি কলকাতায় নতুন করে তৈরি বিমানবন্দরের জন্য খুব খাটে। এই বিমানবন্দর তার পুরনো ‘দমদম’ নামটি পাল্টে দেশের স্বাধীনতার অগ্রন‍ায়ক নেতাজি সুভাষ চন্দ্র বোসের নামে নাম নিয়েছে।

আর অত্যাধুনিকতায় নতুনভাবে তৈরি হলেও অতি যত্নে মাথার ওপর ধারণ করেছে রবীন্দ্রনাথকে।

কলকাতা মূল শহর থেকে ১৭ কিলোমিটার ‍বাইরে গিয়ে গড়ে ওঠা এই বিমানবন্দর এক হাজার হেক্টর জমির ওপর তার রানওয়ের বাহু বিস্তার করেছে। তবে এই বিমানবন্দরের সৌন্দর্য্ বিস্তৃতি পেয়েছে এর ভেতরাঙ্গনে।

দারুণ এক দক্ষতায় রবীন্দ্রনাথকে ধারণ করা হয়েছে কলকাতার নতুন বিমানবন্দরে। বিমানবন্দরের ভেতের ঢুকেই মাথার ওপর তাকালে তা চোখে পড়বে। মাথার ওপর অনেক উচুঁতে যে আচ্ছাদন তাতে রয়েছে রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা।

আর এজন্য ছাদের সিলিংয়ে ব্যবহৃত আচ্ছাদন স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে। গোটা ভারতের আর কোথাও এর আগে এমনটি হয়নি। যুক্তরাজ্য ও দ.কোরিয়ার ছাপাখানা থেকে এগুলো ছেপে আনা হয়েছে বলে বিমানবন্দরের চেয়ারম্যান বিপি শর্মা এক বক্তৃতায় জানিয়েছেন।

ছাদের দিকে তাকালেই চোখে পড়বে বাংলা লেখা, এখানে সেখানেই ‘বঙ্গ’ কথাটি দেখা যাবে। এভাবেই ‘বঙ্গ’ বা ‘বাংলা’-উপস্থাপিত এই বিমানবন্দরে।
২০১৩ এর ২০ জানুয়ারি উদ্বোধনের পর টিদিং প্রবলেম কাটিয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর এখন পুরোদস্তুর চলছে। ঘণ্টায় ৪০টি বিমান ওঠানো-নামানোর সক্ষমতা নিয়ে এখন ২৫টি বিমান ওঠানো-নামানোর কাজ করছে।

১২৮টি চেক-ইন কাউন্টার, ৭৮টি ইমিগ্রেশন কাউন্টার, ১২টি কাস্টমস কাউন্টার, ১৮টি অ্যারোব্রিজ, ৩০টি এলিভেটর, ১৮টি এস্কেলেটর ১৫টিটি ট্রাভেলেটর বসিয়ে যাত্রীসেবার এক দারুণ পরিবেশ সৃষ্টি করেছে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দর। আরও আছে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের জন্য ৩০টি কনভেয়ার বেল্ট,
২০০০ পার্কিং স্পেস। বিমানবন্দরে ঢুকলেই এসব নজরে পড়বে। নজর কাড়বে এর সৌন্দর্য। আকর্ষণ করবে এর সার্ভিস আর মন ভরে দেবে আচ্ছাদনে বাংলা লেখা।

আন্তর্জাতিক একটি বিমানবন্দরে মাথার ওপর এমনভাবে ‘বঙ্গ’ বা ‘বাংলা’কে ধারণ করতে রবীন্দনাথ ছাড়া কে আর এমন ভরসা!|

** পরিবর্তনের নতুন যুগে মুম্বাই
** মোদী ভক্ত তারুণ্য   
** ১১ রাজ্যে আলো দেয় গুজরাট
** গুজরাটে গ্রামে গ্রামে উন্নয়ন, ইন্টারনেট
** বাংলাদেশ-ভারত বাণিজ্যবন্ধনে এবি ব্যাংকের মুম্বাই শাখা
** সবরমতির তীরে প্রথম রবীন্দ্রসঙ্গীত
** নর্মদার পানিতে স্বচ্ছ সবরমতি, মেঘনার পানিতে বুড়িগঙ্গা কবে?
** মোদীর হাতে ‘সবরমতি’র নতুন প্রাণ
** মোদীর গুজরাট উন্নয়নের আইকন ‘গিফটসিটি’
** চকচকে পরিপাটি ‘গান্ধীনগর’
** আহমেদাবাদ থেকে বাংলাদেশ যাচ্ছে ব্লাড অ্যাডমিনিস্ট্রেশন
** ঘুরে আসি আজমীর
** দিল্লি প্রেসক্লাবে সাবসিডি নেই!
** দিল্লির রাতে সস্তা দোকানিরা...

** মাকরানার হোয়াইট মার্বেলেই অনিন্দ্য তাজমহল

** দিল্লির আশীর্বাদ দিল্লি মেট্রো,ঢাকা মেট্রো কবে

** অ্যারাভেলি পর্বতে ঘেরা ভ্রাতৃত্ব

** ৩৬ ঘণ্টার বিচিত্র রূপ!

** ইন্টারনেটে বাংলাদেশ এগিয়ে

** সেই তো আমরাই!
** লাইফলাইন অব ইন্ডিয়া
** দিল্লি কত দূর?
** ভারতীয় ইমিগ্রেশনে বাংলাদেশের মর্যাদা
** গ্রীনলাইনে ভুগতে ভুগতে কলকাতা
** দিল্লি নয়, মোদী আছেন গুজরাটেই  

বাংলাদেশ সময় ১৫১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।