ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কেলেঙ্কারি নিয়ে মমতাকে কটাক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
সারদা কেলেঙ্কারি নিয়ে মমতাকে কটাক্ষ

কলকাতা: সারদা কেলেঙ্কারি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

রোববার শিলিগুড়িতে এক জনসভায় তিনি এ কটাক্ষ করেন।



তিনি বলেন, বামফ্রন্ট শাসনকালের ৩৪ বছরে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু নিজের আমলেই তাঁকে হাজতে যেতে হতে পারে।

রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম, উনি বলতে পারবেন একবারও ওঁকে গ্রেপ্তার করেছি? কিন্তু উনি এসে আমাদের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। ‌ সাবেক মন্ত্রী, বিধায়কদের বাড়ি নোটিস নিয়ে পুলিশ পাঠিয়েছেন। অনেক নেতা এখনও জেলে আছেন। তাদের এখনও জামিন হয়নি।

সভায় দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার বলেন, সরকার যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তাতে তারা নিজেদের ভারেই ভেঙে পড়তে শুরু করেছে। এই সরকার পাঁচ বছর টিকে থাকতে পারবে কি-না তা বলা মুশকিল। ‌

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা,  সেপ্টম্বর ০৮ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।