ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শারদ উৎসবে কলকাতায় ‘ড্রোন’ নজরদারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
শারদ উৎসবে কলকাতায় ‘ড্রোন’ নজরদারি

কলকাতা: আসন্ন দূর্গা পূজায় কলকাতার নিরাপত্তা ব্যবস্থায় যোগ হচ্ছে চালকবিহীন বিমান ‘ড্রোন’। ‘ড্রোন’ থেকে শহরের বিভিন্ন এলাকায় নজরদারি করা হবে।



এছাড়াও নিরাপত্তায় রাস্তায় থাকবে ২০ হাজার পুলিশ। রোববার থেকেই পুলিশ মাঠে নামবে বলে জানানো হয়েছে।

জানা যায়, এবার মহিলা পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের বাইরে সিসি টিভি ক্যামেরাও বসানো  হচ্ছে। যেখানে নজরদারি করার জন্য প্রস্তুত হচ্ছে বিশেষ সার্ভেলেন্স টিম। এই টিমের সদস্যরা প্রতিটি মুহূর্তের ক্যামেরায় ধারণকৃত ছবি খতিয়ে দেখবেন। ‌ কোনও সমস্যা চোখে পড়লেই সংশ্লিষ্ট এলাকায় থাকা পুলিশে খবর দেওয়া হবে তাৎক্ষণিকভাবে। ‌ পুলিশের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে দমকল বাহিনীও।

এদিকে, শনিবার রাত থেকেই বিভিন্ন পূজার মণ্ডপে জনসমাগম শুরু হয়েছে।

কলকাতা পুলিশ জানিয়েছে, শহরের বেশ কিছু জায়গায় ওয়াচ টাওয়ার তৈরির কাজ শুরু হয়েছে। আইন-শৃঙ্খলার সমস্যা সমাধানের পাশাপাশি আমরা যানজট নিরসনের কাজ করবো।

আরও জানা ‍যায়, কলকাতার বিভিন্ন ঘাটেও পুলিশের নজরদারি বাড়ানো হবে। শুধু বিসর্জনের দিনই নয়, পুরো পূজার দিনগুলিতেও এই নজরদারি চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।