ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি জড়িত বলে ধরণা গোয়েন্দাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৪
বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি জড়িত বলে ধরণা গোয়েন্দাদের

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে ঘটে যাওয়া বিস্ফোরণের পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত আছে বলে ধারণা করছেন তদন্তকারী এনআইএ কর্মকর্তারা।

এই ঘটনার পেছনে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীদের হাত থাকতে পারে বলে মনে করছেন তারা।



প্রসঙ্গত, ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য হাতে উঠে এসেছে।

ওই ঘটনায় শামীম আহমেদ ওরফে শাকিল এবং শোভন মণ্ডল নামে দুইজন ঘটনা স্থলেই মারা যান।

হাসান নামে আরেকজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে আতশবাজি বানাতে গিয়ে বিস্ফোরণ বলে মনে করা হলেও সূত্রের মাধ্যমে জানা যায়, তদন্তকারী অফিসাররা ঘটনাস্থল থেকে বেশ কিছু কাগজপত্র এবং ডিভিডি পেয়েছেন যার থেকে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে কোনো জঙ্গি কার্যকলাপের যোগ আছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজন নারীকে গ্রেফতার করে জেরা চালাচ্ছে তদন্তকারীরা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।