ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঈদের আনন্দে মেতে উঠেছে কলকাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৪
ঈদের আনন্দে মেতে উঠেছে কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গের কলকাতায় পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-আজহা। এ উপলক্ষে কলকাতার নাখোদা মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



সোমবার ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি। আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের নিদর্শন স্বরূপ ধর্মপ্রাণ মানুষ গরু, ছাগল বা উট উৎসর্গ করছেন।

ঈদ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

সেইসাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে তার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তার শুভেচ্ছা বার্তায় শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানান।

সকাল থেকেই ঈদ উপলক্ষে চলছে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা,  অক্টোবর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।