ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান ঘটনার আসামিরা এনআইএ হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
বর্ধমান ঘটনার আসামিরা এনআইএ হেফাজতে

কলকাতা: বর্ধমান কাণ্ডে গ্রেফতার হওয়া হাবির মোল্লা এবং দুই নারী জঙ্গি রাজিয়া ও আমিনাকে ব্যাঙ্কশাল কোর্টে এনআইএ’র বিশেষ আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোপালচন্দ্র কর্মকারের এজলাসে এই জঙ্গিদের হাজির করা হয়।

‌ তাদের ৯ দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেফতারদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩০৭, ২৮৬, ১২০বি, ১২১এ, ১২২, ১২৩ এবং বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারা এবং আন ল ফুল অয়াটিভিটিস অ্যাক্ট (ইউ এ পি এ) ধারার ১৬, ১৮, ১৮এ, ১৯ এবং ২০-তে মামলা করা হয়েছে।

সেসঙ্গে বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি আবদুল হাকিমকে যথেষ্ট নিরাপত্তা দিতে কলকাতার উপ নগরপাল (দক্ষিণ) মুরলীধর শর্মাকে নির্দেশ দিয়েছেন আদালত।

চিকিৎসক ও নার্স ছাড়া বহিরাগত কেউ যেন আবদুল হাকিমের আশপাশে যেতে না পারেন সে বিষয়েও সতর্কতা জ‍ারি করেছেন আদালত। ‌

সরকারপক্ষের দুই আইনজীবী আদালতে জানান, এই ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি জড়িত, সেই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়টিও রয়েছে। তাই গ্রেফতারদের জেরার প্রয়োজন আছে। জেলা পুলিশ এবং সিআইডি’র বাজেয়াপ্ত করা সব জিনিসপত্র এবং তদন্ত তথ্য এনআইএ’র হাতে তুলে দেওয়ার কথাও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।