ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা মামলার দ্বিতীয় অভিযোগপত্র জমা দেবে গোয়েন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
সারদা মামলার দ্বিতীয় অভিযোগপত্র জমা দেবে গোয়েন্দারা

কলকাতা: পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ আর্থিক কেলেঙ্কারি সারদা চিট ফান্ড প্রতারণা মামলায় আগামী সপ্তাহের দিকে দ্বিতীয় অভিযোগপত্রটি জমা দেবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

ইতোমধ্যে, প্রথম পর্যায়ের অভিযোগপত্রটি জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সিবিআই-এর দাখিল করা মামলাটির তদন্ত শুরুর পথে। এরই মধ্যে দ্বিতীয় পর্যায়ের অভিযোগপত্রটি পেশ করার প্রস্তুতি শুরু করেছেন গোয়েন্দারা।

তদন্তে নেমে সিবিআই গ্রেফতার করে ইস্টবেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকার, প্রাক্তন ডিজি রজত মজুমদার, ব্যবসায়ী সন্ধির আগরওয়াল ও আসামের গায়ক সদানন্দ গগৈকে। এর আগে পশ্চিমবঙ্গ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল গ্রেফতার করেছিল সারদার কর্মকর্তা সুদীপ্ত সেন ও তার ছায়াসঙ্গী দেবযানী মুখোপাধ্যায় এবং তৃণমূলের সাময়িক বরখাস্ত হওয়া সাংসদ কুণাল ঘোষকে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, সিবিআই –এর দ্বিতীয় অভিযোগপত্রে কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে কিনা!

সূত্রের খবর অনুযায়ী, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী সপ্তাহখানেকের  মধ্যেই।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।