ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা উপ হাইকমিশনে যোগ দিলেন জকি আহাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
কলকাতা উপ হাইকমিশনে যোগ দিলেন জকি আহাদ জকি আহাদ

কলকাতা: কলকাতা বাংলাদেশ উপ হাইকমিশনে জকি আহাদ উপ-হাইকমিশন‍ার হিসাবে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সরাসরি যুক্তরাজ্য থেকে কলকাতায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন  তিনি।



ঢাকায় জন্ম নেওয়া জকি আহাদ এরআগে যুক্তরাজ্যর ম্যাঞ্চেস্টারে সহযোগী হাই কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

কলকাতার উপ হাইকমিশনে বিদায়ী উপ হাইকমিশনার আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি।

নতুন কর্মস্থলে প্রথম কার্যদিবসে উপ হাইকমিশনের প্রথম সচিবদের সঙ্গে বৈঠক করেন জকি আহাদ।

বাংলানিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হলে হাসিখুশি মানুষ জকি আহাদ নিজে থেকেই যোগাযোগ রাখার কথা বলেন।

দীর্ঘ প্লেন যাত্রার ক্লান্তি থাকলেও দায়িত্ব গ্রহণের প্রথম দিন ব্যস্ততায় কেটেছে নতুন উপ হাইকমিশনার জকি আহাদের।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।