ঢাকা, শনিবার, ৮ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শ্লীলতাহানির শিকার ২ নারী পুলিশ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
কলকাতায় শ্লীলতাহানির শিকার ২ নারী পুলিশ সদস্য

কলকাতা: দায়িত্বরত অবস্থায় দুই নারী পুলিশ সদস্যকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কলকাতায়। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক ব্যক্তিকে।



ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হুমকি, শ্লীলতাহানি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামালা দায়ের করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) সকালে একটি মামলার তদন্তে কর্ণাটক থেকে পুলিশের একটি দল কলকাতায় আসে। তদন্তে সাহায্যের জন্য কলকাতার তালতলা থানায় উপস্থিত হন ওই দলের সদস্যরা। তাদের সহযোগিতায় কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন সাব-ইন্সপেক্টর ও দুই নারী কনস্টেবলকে সঙ্গে পাঠানো হয়।

জানা যায়, দলটি অভিযুক্তের খোঁজ করতে গেলে এলাকায় বাধা দেওয়া হয়। সে সময়েই ওই দুই নারী পুলিশ সদস্যকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।


সূত্র জানায়, এ ঘটনায় মূল অভিযুক্তদের একজন ধরা পড়লেও বাকি দু’জনের খোঁজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।