ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সীমান্তে বিএসএফ-কে বিজিবি’র হোলির শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সীমান্তে বিএসএফ-কে বিজিবি’র হোলির শুভেচ্ছা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের বিএসএফ সদস্যদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিজিবি সদস্যরা।

শুক্রবার (০৬ মার্চ) সীমান্তের প্রতিটি ছাউনিতে দায়িত্ব পালনরত ভারতীয় সীমান্তরক্ষীরা হোলি উৎসব পালন করেন।



এরই ধারাবাহিকতায় পেট্রাপোল-বেনাপোল সীমান্তে বিএসএফ সদস্যদের হোলির শুভেচ্ছা জানান বিজিবি’র সদস্যরা। এ উপলক্ষে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে মিষ্টি বিনিময় করা হয়।

এছাড়া হোলি উপলক্ষে কলকাতায় বিএসএফ দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ’র আই জি, আই পি এস সন্দীপ সালুকে। এসময় তিনি অন্য সদস্যদের সঙ্গে আবির বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।