ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলই পশ্চিমবঙ্গে বিজেপি’র উত্থানের কারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
তৃণমূলই পশ্চিমবঙ্গে বিজেপি’র উত্থানের কারণ

কলকাতা: তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে বিজেপি’র উত্থানের কারণ বলে মন্তব্য করেছেন সিপিআইএম’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ করাত।

রোববার (০৮ মার্চ) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় তিনি এ মন্তব্য করেন।



সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক বিমান বসু, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিরোধী দলীয় নেতা সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি প্রমুখ।

এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের কর্মী-সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সভা থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান নেতারা।

এসময় রাজ্য সরকারের সমালোচনা করে বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, রাজ্যে নরককুণ্ড চলতে দেওয়া যেতে পারে না।

তিনি রাজ্য সরকারকে অসৎ সরকার বলে অভিহিত করেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।