ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার টুইট এবার মোবাইলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
মমতার টুইট এবার মোবাইলে

কলকাতা: এবার টুইটার সংবাদ পরিষেবার আওতায় এলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের আরও ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

এবার ভারতের এই সব রাজনীতিকদের টুইট বার্তাগুলি তাদের সমর্থকরা নিজেদের মোবাইলে এসএমএস হিসেবে দেখতে পাবে।

এবং এই পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনা খরচায়। মঙ্গলবার এই পরিষেবার সূচনা করে টুইটার।

কো নেতা বা নেত্রী টুইটারে কি লিখছেন তা মোবাইলে এসএমএস আকারে জানতে দিতে হবে একটি মিসড কল। তার পর থেকেই ঐ নেতা বা নেত্রীর টুইটারের সমস্ত বক্তব্য মোবাইলে আসতে থাকবে।

রাজনৈতিক নেতারা ছাড়াও ভারতীয় সেনা এবং রেল এই পরিষেবা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিয়মিতভাবে টুইটার এবং ফেসবুক ব্যবহার করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে যারা মোবাইলে তার টুইট বার্তা পেতে চান তারা মিসড কল দিলেই দিনে তিনটি এবং মাসে ৪৫ টি করে টুইট পাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারে ফলোয়ারের সংখ্যা ২৮ হাজার। মুখ্যমন্ত্রী বিভিন্ন উৎসব উপলক্ষে টুইট করে রাজ্যবাসীকে অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা,মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।