কলকাতা: তীব্র তাপদাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় পানি সংকট দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় জেলার অনেক নলকূপ থেকেই পানি উঠছে না।
এদিকে শনিবারের (২৩ মার্চ) তীব্র তাপদাহে জেলায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শনিবার পুরুলিয়া জেলার শহরাঞ্চলের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর অযোধ্যার পাহাড় এলাকার তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
প্রশাসন সূত্রে জানা গেছে, এ তাপদাহের ফলে পুরুলিয়া জেলার অন্যতম নদী কাঁসাইয়ের পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে। গোটা জেলায় পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে গেছে। এভাবে আর কয়েকদিন চলতে থাকলে গোটা পুরুলিয়ায় তীব্র পানি সঙ্কট দেখা দেবে।
ইতোমধ্যেই তীব্র তাপদাহে পুরুলিয়ায় বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রশাসন থেকে জেলার অধিবাসীদের পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আগামী দুয়েক দিনে বৃষ্টি না হলে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ২৪ মে, ২০১৫
আরএম