কলকাতা: নানা ধরনের রোগমুক্তির দাবি করা অতিরঞ্জিত ও অযৌক্তিক বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত বিভিন্ন খাদ্যদ্রব্য ও ওষুধি পণ্যের অতিরঞ্জিত ও অযৌক্তিক বিজ্ঞাপন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ তালিকায় রয়েছে একাধিক আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও ইউনানি ওষুধের নাম। এর মধ্যে কোনোটি লম্বা হওয়া আবার কোনোটি দ্রুত যৌন ক্ষমতা বাড়াতে সক্ষম বলে বাজারে বিক্রি হয়।
সূত্র জানায়, রাজ্য সরকার এসব ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিস (অবজেকশনেবল অ্যাডভার্টাইজমেন্ট) অ্যাক্ট-১৯৫৪ অনুযায়ী পদক্ষেপ নিতে চলেছে।
এ ধরনের পণ্যগুলি পশ্চিমবঙ্গের কল্যাণী ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পরীক্ষার ফলাফল হাতে এলেই পদক্ষেপ নেওয়া হবে।
এর আগেও পশ্চিমবঙ্গ সরকার এ আইনে ব্যবস্থা নিয়েছিল। সে সময় কিছুদিনের জন্য বন্ধ থাকলেও আবার ব্যাপক আকারে পত্র-পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে এ ধরনের পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ১০, ২০১৫
ভিএস/এসএন/এএ