ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান বিস্ফোরণ ঘটনায় আরও এক জঙ্গি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বর্ধমান বিস্ফোরণ ঘটনায় আরও এক জঙ্গি গ্রেফতার

কলকাতা: বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম হোতা ন‍ূর-উল হককে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ।

কলকাতার হাওড়া স্টেশনের বাইরে থেকে বৃহস্পতিবার (১৮ জুন) এ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।



গ্রেফতার নূর-উল হক ওরফে নইম নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য বলে জানা গেছে।

গত বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া এনআইএ কর্মকর্তারা বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততার কথা জানায়।

ইতিমধ্যেই ২১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র পেশ করেছে এনআইএ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।