ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চীনে যাচ্ছে পশ্চিমবঙ্গের কুটিরশিল্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুন ২০, ২০১৫
চীনে যাচ্ছে পশ্চিমবঙ্গের  কুটিরশিল্প ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রী এখন থেকে চীনের কুনমিং প্রদেশে রফতানি হবে। এর মধ্য দিয়ে চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো।



দার্জিলিং সফরকালে এক টুইট বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র চীন সফর করেছেন। এ সফরকালেই এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি জান‍ান, এসব পণ্য রফতানির মাধ্যমে পশ্চিমবঙ্গের  কুটিরশিল্প চীনের মানুষের কাছে পৌঁছবে। এর ফলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের কয়েক হাজার  কুটিরশিল্প কারিগর ও শিল্পী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এ উদ্যোগ দু’দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সেতু হিসেবে কাজ করবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫
ভিএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।