কলকাতা: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগব্যায়াম দিবস (ইয়োগা ডে) উদযাপনে হাজার-হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
বোরবার (২১ জুন) দিবসটি উপলক্ষে ন্যাশনাল ক্যাডেট ক্রপস (এনসিসি) আয়োজিত ভোর থেকেই শিক্ষার্থীর যোগব্যায়ামের অনুশীলন শুরু করেন।
এনসিসি’র পরিচালনায় যোগব্যায়াম অনুশীলনে কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের ১০ হাজার ৩শ’ ১৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানা যায়। গোটা দেশে ৭০ হাজার ছাত্রছাত্রী এ কার্যক্রমে অংশ নিয়েছেন বলে এনসিসি সূত্র জানায়।
যোগব্যায়াম অনুশীলনের সময় গোটা বিগ্রেড প্যারেড গ্রাউন্ডের পরিবেশ ছিল অভূতপূর্ব। ভিক্টোরিয়া মেমোরিয়াল রেস কোর্সকে পিছনে রেখে পাঁচ হাজার ছাত্রছাত্রীর নিরব এবং সুশৃঙ্খল যোগব্যায়াম দেখতে দাঁড়িয়ে যান পথচারীরা। অনেকেই প্রবল উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগব্যায়াম শুরু করে দেন।
এনসিসি জানায়, ভারতে ১৪৫৯টি স্থানে আন্তর্জাতিক যোগব্যায়ম দিবস (ইয়োগা ডে) উদযাপনে অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
টিআই