ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রচনা ব্যানার্জির বাড়িতে চুরি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জুন ২৮, ২০১৫
রচনা ব্যানার্জির বাড়িতে চুরি রচনা ব্যানার্জি

কলকাতা: জি বাংলার অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান 'দিদি নং -১'র উপস্থাপিকা ও টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতে চুরি হয়েছে।

শনিবার (২৭ জুন) জনপ্রিয় এই অভিনেত্রীর কলকাতার দক্ষিণ লেকের বাড়িতে চুরি হয়।



চোর আণুমানিক প্রায় ৮ লাখ টাকার সোনার গহনা ও নগদ দুই লাখ রুপি চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় লেক থানায় মামলা দায়ের করা করেন অভিনেত্রী। অভিযোগের তীর বাড়ির পরিচারিকার বিরুদ্ধে।

জানা গেছে, শনিবার বাড়িতে কেউ ছিলেন না। শুটিংয়ের কাজে রচনা ব্যানার্জি বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে এ ঘটনা ঘটে। চুরির পরপরই পলাতক রয়েছে বাড়ির পরিচারিকা। তবে চুরির সঙ্গে পরিচারিকা একা নাকি তার সঙ্গে অন্য কেউ ছিলো সেই বিষয়ে জানতে পারা যায়নি।

ভুঁয়া পরিচয় দিয়ে পরিচারিকা কাজে নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা,২৮ জুন , ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।