কলকাতা: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সংগ্রহশালায় যোগ হচ্ছে নতুন এক ঐতিহাসিক নিদর্শন। দর্শনার্থীরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন সম্রাট টিপু সুলতানের নোটবুক।
টিপু সুলতানের নিজের হাতের লেখা এ নোট বুকটি ১৭৭০ সালের বলে জানানো হয়েছে। এসময় কানাডায় বসে টিপু সুলতান এই নোটবুকে মোট আটটি অনুচ্ছেদ লেখেন।
ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এ নোটবুকের প্রতিটি পাতা আলাদাভাবে দেখার ব্যবস্থা থাকবে।
১৯১৪ সালে টিপু সুলতানের বংশধর সাহেবজাদা গুলাম এই বহুমূল্য নোটবুকটি ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রাস্টকে দান করেন।
এছাড়াও ভিক্টোরিয়াকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিজস্ব ওয়েবসাইটে ভিক্টোরিয়ার দর্শনার্থী ও বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের ছবিসহ তাদের কাজ এবং অভিজ্ঞতার কথা প্রকাশিত হবে।
এছাড়াও বছরের বিভিন্ন সময়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করবে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এএ/