ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২১ জুলাই ২১ ফেব্রুয়ারির উদাহরণ টানলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
২১ জুলাই ২১ ফেব্রুয়ারির উদাহরণ টানলেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের ডাকে ২১ জুলাইর শহীদ সমাবেশে ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রসঙ্গ টানলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (২১ জুলাই) কলকাতার সমাবেশে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২১ তারিখ বিপ্লবের অপর নাম।

ওপার বাংলায় ২১ শে ফেব্রুয়ারি পালিত হয় আন্দোলনের প্রতীক হিসেবে, পশ্চিমবঙ্গের ২১ জুলাইও আন্দোলন, সংগ্রামের প্রতীক।

সভায় মমতা শহীদ স্মরণ ছাড়াও ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করে বক্তব্য রাখেন।

সভা শুরুর অনেক আগে থেকেই গোটা কলকাতা শহরে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়। জেলাতেও ট্রেন ও বাসের জন্য প্রচুর মানুষকে অপেক্ষা করতে হয়েছে বলে জানা যায়।

এদিন সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

মমতা সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বলেন, স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে যা কাজ হয়েছে তার থেকে বেশি কাজ তার সরকার করেছে মাত্র চার বছরে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু জনগণের যে উন্নয়ন করা হয়েছে বিশ্বের আর কোথাও সে ধরনের উন্নয়নের নজির নেই।

প্রবল ভিড় সামলাতে বেশ কয়েকবার বক্তব্যের সুর কাটে মমতার। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে নিয়ে গর্ব করে রাষ্ট্রপুঞ্জও।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের ২০১৬ বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হতে বলেন।

** শাসক দলের সভার কারণে অচল কলকাতা

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।