ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বামদের লালবাজার ঘেরাওয়ে পুলিশের লাঠিচার্জ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
বামদের লালবাজার ঘেরাওয়ে পুলিশের লাঠিচার্জ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় বামফ্রন্টের লালবাজার পুলিশ সদর দফতর ঘেরাও কর্মসূচি পালনকালে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কর্মীসহ বামফ্রন্টের কয়েকজন নেতা আহত হয়েছেন।



বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ বিভিন্ন দাবিতে মিছিল সহকারে কলকাতা পুলিশ সদর দফতর ঘেরাও করতে যান বামফ্রন্ট নেতাকর্মীরা। মিছিলটি লালবাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ বামফ্রন্ট নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে।

পুলিশের লাঠিচার্জে অনেক মহিলা বাম কর্মী আহত ও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্ট নেতারা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সিপিএমসহ বাম দলগুলো।

ঘটনার পর থেকেই বাম নেতাকর্মীরা লালবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি না মানা হলে গোটা রাত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

এদিকে বিভিন্ন মহল থেকে পুলিশের এ আচরণের সমালোচনা করা হলেও নীরব অন্যান্য বিরোধী দলের নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর১, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।