ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

জন্মদিনে গান্ধীর ১০ বাণী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
জন্মদিনে গান্ধীর ১০ বাণী

কলকাতা: যথাযোগ্য মর্যাদায় ভারতে উদযাপিত হচ্ছে দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মবার্ষিকী। দিনটিকে জাতীয় ছুটি হিসেবে পালন করে ভারতীয়রা।



মোহন দাস করম চাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী)  দর্শন গোটা পৃথিবীর কাছে সমান গুরুত্বপূর্ণ। তার দেখানো অহিংস আন্দোলনের পথ আজ বিশ্বে এক গবেষণার বিষয়। একে কেউ বলেন, ‘গান্ধী দর্শন’ কেউ বা ‘গান্ধীগিরি’।

যে যে নামেই ডাকুক না কেন? অমর এই দর্শন। ছোট পরিসরে এই দর্শনকে ব্যাখ্যা করা সম্ভব নয়।

গান্ধীজী নিজেই বলেছিলেন, লম্বা ব্যক্তিদের চেয়ে, ধৈর্য দিয়ে অনুভব করা অনেক বেশি কার্যকর।

তাই মহাত্মা গান্ধীর জন্ম তিথিতে বাংলানিউজের পাঠকদের জন্য দেওয়া হল তার ১০ অমর বাণী।

•    জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো।
•    একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়।
•    দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম।
•    শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে।
•    কয়েক টন ব্যক্তিত্বের থেকে এক আউন্স ধৈর্য অনেক দামি।
•    চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে।
•    অহিংসভাবে তুমি গোটা বিশ্বকে আন্দোলিত করতে পারো।
•    নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে।
•    প্রতিদিন কিছু শেখো, প্রতিদিন পরিণত হও।
•    লক্ষ্যে পৌঁছনোর চেষ্টার মধ্যে সম্মান আছে, শুধু লক্ষ্যে পৌঁছনোর মধ্যে নয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০২ , ২০১৫
ভি এস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।