কলকাতা: ‘দুই বাংলার বাংলানিউজ’ স্লোগানে কলকাতা ওয়েব ফেয়ার ২০১৫- এ অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
রোববার (১১ অক্টোবর) দুপুরের পর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র (ইজেডসিসি) প্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে।
মেলায় বিশ্বের বিভিন্ন দেশের ৪০টি ওয়েব ম্যাগাজিন ও ওয়েব নিউজ মিডিয়া অংশ নিয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলানিউজ।
মেলা শুরু হওয়ার পর দেখা যায়, আগত প্রযুক্তিপ্রেমীরা মেলার প্রবেশমুখে বসা বাংলনিউজের স্টলে এসে নিউজপোর্টালটির কার্যক্রম ও তার ধারাবাহিক সাফল্যের বিষয় নিয়ে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
এছাড়া, দর্শনার্থীরা সাগ্রহে ভিড় করছেন অন্যান্য ওয়েব ম্যাগাজিন এবং ওয়েব মিডিয়ার স্টলেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণে উৎসাহীদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ভি.এস/পিসি/এইচএ