ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মোবাইল অ্যাপে পূজা পরিক্রমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
কলকাতায় মোবাইল অ্যাপে পূজা পরিক্রমা

কলকাতা: এবার মোবাইলে এলো দুর্গাপূজার জন্য বিশেষ অ্যাপ। এ  অ্যাপের মাধ্যমে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে সহজেই পৌঁছে যেতে পারবেন যেকেউ।



‘রেলযাত্রী অ্যাপ’ নামের অ্যাপটি ডাউনলোড করলেই কলকাতার প্রত্যেক পূজামণ্ডপে পৌঁছে যাওয়ার সহজতম রাস্তাটি জানতে পারবেন।

অ্যাপটিতে পছন্দের পূজাপণ্ডপের নাম টাইপ করলেই কাঙ্ক্ষিত মণ্ডপের যাত্রাপথটি চিনিয়ে দেবে।

শুধু মণ্ডপ চিনিয়ে দেওয়াই নয়, মণ্ডপের কাছাকাছি মেট্রো স্টেশন এবং কাছাকাছি রেলস্টেশনেরও সন্ধান দেবে এ অ্যাপ। সঙ্গে থাকছে আপনার কাঙ্ক্ষিত মণ্ডপটি কি পুরস্কার পেয়েছে তার সংক্ষিপ্ত বিবরণী।

একই সঙ্গে এ অ্যাপ জানিয়ে দেবে কোন এলাকায় কোন মণ্ডপ কতোগুলি পুরস্কার পেয়েছে। অথবা কোন মণ্ডপের বিশেষত্ব কি।

ইতিমধ্যে অ্যাপটি ডাউনলোড শুর করে দিয়েছেন কলকাতা ও তার আশেপাশের মানুষরা। পূজার সময় কলকাতার পূজা দেখতে আসা উৎসাহীরা অ্যাপটির (railYatri.in) সাহায্য নেবেন এমনই আশা নির্মাতাদের।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।