কলকাতা থেকে: মার্কু স্ট্রিটের পাশেই নিউমার্কেট এলাকা। এখানে চলছে এখন দীপাবলি উৎসব।
নিউমার্কেটের আগেই হাতের ডানদিকে একটি ব্রিটিশ স্থাপত্য। সহকর্মী ভাস্কর সরদার বললেন, এটা হগ মার্কেট। স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। এর একটা ইতিহাস আছে, ব্রিটিশরা এক সময় এখানে বাজার করতে এসে স্থানীয়দের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। ব্রিটিশদের নিজেদের প্রাত্যহিক বাজারের জন্যই এই হগ মার্কেট স্থাপন।
কলকাতা এখন আলো ঝলমলে নগরী। চারিদিকেই দিপাবলীর আমেজ। গলিগুলোতে ছোট ছেলেমেয়েরা পটকা ফুটাচ্ছে। হই হই করে দৌড়ে যাচ্ছে।
নিউমার্কেট আর হগ মার্কেটের সামনের প্রাঙ্গণে উৎসবটা একটু বেশিই। বড় পরিসরে কনসার্টের আয়োজন। স্থানীয় শিল্পীরা নাচ আর গানে মাতিয়ে তুলেছে দিপাবলী উৎসবধারীদের। হিন্দির প্রাদুর্ভাবটাই বেশি নাচ আর গানে।
সিঙ্গাপুরের মেরিল্যান্ডের আকৃতিতে বানানো হয়েছে আলোর স্থাপত্য। এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়িতে নারী সওয়ারির আলোকসজ্জা।
এই পুরো পথটাই আলো ঝলমলে। বসানো হয়েছে অস্থায়ী মণ্ডপ। সেগুলোতে চলছে পূজা- অর্চনা।
মহাদেবের অস্থায়ী স্থাপত্য সবাইকে আশীর্বাদ করে যাচ্ছেন হগ মার্কেটের সামনে।
পুরো এলাকা ঘুরে বেশ ক্লান্ত তখন আমরা। একটি রেস্টুরেন্টে খেতে ঢুকলে ঢাকার সহকর্মী শাহেদ ইরশাদ বেয়ারাকে 'মামা' বলে সম্বোধন করে বসলেন। জিহবায় কামড় পড়লো ভাস্করের। এখানে সবাই 'দাদা' বলে সম্বোধন করে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমএন/জেডএম
** পুরুষ প্রবেশ নিষেধ
** ভাত-ইলিশের প্যাকেজ ১২০ টাকা