ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

র‌্যালি পৌঁছালো পাটনা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
র‌্যালি পৌঁছালো পাটনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাটনা, বিহার থেকে: ৩৩৭ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পূর্ব ভারতের রাজ্য বিহারের রাজধানী পাটনায় পৌঁছালো বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর র‌্যালি।

এখন পর্যন্ত মোটর র্যালিটি ৮৭১ কিলোমিটার পথ অতিক্রম করেছে।



সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টায় পাটনায় পৌঁছায় ২০টি গাড়ির দল।

এর আগে সকালে ঝাড়খন্ডের গর্ভনর দ্রৌপদী মুরমুর’র আশীর্বাদ নিয়ে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে মোটর ৠালি।

ন্যাশনাল হাইওয়ে ২৩, ৩৩ এবং ৩১ ধরে আট ঘণ্টার ভ্রমণ শেষে বিহারের রাজধানী পাটনায় পৌঁছায় ৠালিটি।

সোমবার সকালে রাজ ভবনের ফটকের সামনে তিনি ৠালির ফ্ল্যাগ অফ করেন। এসময় ক্রমান্বয়ে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং ভারতীয় অংশগ্রহণকারীদের সঙ্গে পরিচয় হন দ্রৌপদী। ঝাড়খন্ড ভ্রমণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ৠালির শুভকামনা করেন।

রাচিঁ পার হওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে পথের দৃশ্য। রাস্তার দু’ পাশে ধু ধু প্রান্তর বাড়তে থাকে। জনসংখ্যার ঘনত্বও বাড়তে থাকে। ফলে রাস্তার পাশের বাজার, ছাদে মানুষ তোলা গাড়ি, ট্রাফিক না মেনে চলা বাহনের সংখ্যাও বাড়ে।

পথ চলা খুব বেশি সহজ হয় না গাড়ি বহরের। হাজারীবাগের ভেতরে প্রায় ১০ কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ উপভোগ করে সবাই। রাস্তার দু’ধারের সৌন্দর্য মন কাড়ে।

বিহারের আয়তন ৩৮,২০২ বর্গমাইল (৯৯,২০০ বর্গকিলোমিটার)। আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য। অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যের প্রায় ৮৫ শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বাস করেন। বিহারিদের ৫৮ শতাংশের বয়স ২৫’র কম।

পাটনা পৌঁছাতে হাজারীবাগ, বারহি, ঝুমারি তালেইয়া, কদের্মা, বিহার শরীফ, বখতিয়ারপুর এলাকা অতিক্রম করে দলটি।

মঙ্গলবার চতুর্থ দিনে পাটনা থেকে ফ্ল্যাগ অফ করে শিলিগুড়ির উদ্দেশে যাত্রা করবে ৠালিটি। ৠালির সবচেয়ে দীর্ঘ যাত্রা হবে এটি। মুজাফফরপুর, মাধুবানি, ফরবেসগান, দালখোলা হয়ে শিলিগুড়ি পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে ৭৭, ৫৭ এবং ৩১ ধরবে বহর। আর পরিকল্পিত সময় ধরা হয়েছে ৮ ঘণ্টা।

রোববার ৠালির দ্বিতীয় দিনে ৫৩৪ কিলোমিটার পথ অতিক্রম করেছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী মোটর ৠালি। ১৬ ঘণ্টা, যাত্রা করে রোববার দিনগত রাত ১২টা নাগাদ ঝাড়খন্ডের রাজধানী রাঞ্চিতে এসে পৌঁছায় ৠালি।

এতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এটি

** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।