শিলিগুড়ি থেকে গ্যাংটকের পথে: সকাল সাড়ে আটটার মধ্যেই তৈরি রাইডাররা। বুধবারের (১৮ নভেম্বর) লক্ষ্য সিকিমের রাজধানী গ্যাংটক।
গাড়িতে ওঠার পরই র্যালির রেডিওতে ঘোষণা অাসে, ‘রাইডারস আর ওয়ে টু গ্যাংটক’।
শিলিগুড়ির সারোভার হোটেল অ্যান্ড রিসোর্টস থেকে ফ্ল্যাগ অফ করে র্যালি। ন্যাশনাল হাইওয়ে ৩১/এ ধরে নামছি অতিক্রম করে গ্যাংটক পৌঁছাবে দলটি। পথের দৈর্ঘ্য ১৬৪ কিলোমিটার হলেও পাহাড়ি পথে বেশ সময় লাগবে বলেই ধারণা করছেন র্যালিতে অংশগ্রহণকারীরা।
সেভক রোড ধরার সঙ্গে সঙ্গেই রাস্তার দু’পাশে ঘন শালবন। ধীরে ধীরে পাহাড়ে উঠতে থাকে গাড়ি। এর মধ্যেই দেখা মিলে যায় তিস্তার। পাড়ে পাথর তুলছেন শ্রমিকরা।
এর অাগে ৫৪৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর র্যালি মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে নয়টায় পৌঁছায় শিলিগুড়িতে। ৩ দেশের ৪৫০০ কিলোমিটার যাত্রায় সবচেয়ে দীর্ঘ ভ্রমণ ছিল এটি। তবে পাটনা থেকে বের হতে যতো সময় লাগবে বলে ধারণা করেছিলেন রাইডাররা তার চেয়েও কম সময় লাগে।
এ সময় মুজাফফরপুর, মাধুবানি, ফোরবেস বাগান, ডালখোলা হয়ে শিলিগুড়ি পৌঁছায় দলটি। ন্যাশনাল হাইওয়ে ৭৭, ৫৭ এবং ৩১ ব্যবহার করে র্যালি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরভাগে দার্জিলিং এর একটি শহর ও পৌর কর্পোরেশনাধীন এলাকা শিলিগুড়ি। করাতকল অার প্লাইউডের জন্য বিখ্যাত এই শহর। রয়েছে চা বাগানও। শহরটি ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের কৌশলগত যোগাযোগ কেন্দ্র হিসেবে কাজ করে। দক্ষিণের সমভূমিগুলো ও উত্তরের পাহাড়ি অঞ্চলগুলোর মধ্যে একটি পরিবহন কেন্দ্র হিসেবেও কাজ করে শিলিগুড়ি।
শিলিগুড়ি দিয়ে অনেকগুলো প্রধান প্রধান রেলপথ ও মহাসড়ক চলে গেছে।
র্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স এসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমএন/এএসআর
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র্যালি
** র্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’