ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজয় দিবসে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, ডিসেম্বর ৪, ২০১৫
বিজয় দিবসে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আসছে বাংলাদেশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিজয় দিবসের দিন ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে।

ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জেলার ওটিপিসি পালাটানা প্রাকৃতিক গ্যাসভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের ত্রিপুরা রাজ্যের শেয়ার থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির বিষয়টি আগেই চূড়ান্ত হয়।



সম্প্রতি আগরতলায় ত্রিপুরা ও বাংলাদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের বৈঠকে সিদ্ধান্ত হয় ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বিদ্যুৎ পাঠানো শুরু হবে।

উভয় দেশের কর্মকর্তাদের সিদ্ধান্তে সিলমোহর দিলেন ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিপুরার রাজধানী আগরতলার কুঞ্জবন এলাকায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, কারিগরী বিষয় ঠিক
থাকলে ১৬ ডিসেম্বরেই ত্রিপুরা থেকে বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো শুরু হবে।

প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর কথা হলেও পরবর্তী সময় এই পরিমাণ বৃদ্ধি করা হতে পারে। ত্রিপুরা ও বাংলাদেশের কুমিল্লার মধ্যে নির্মাণ করা হচ্ছে ৪০০ কে ভি ডাবল সার্কিট বিদ্যুৎ লাইন।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।