ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার ঐতিহাসিক ‘কার্জন পার্ক’ হচ্ছে স্পিকার জোন

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুন ১৪, ২০১১

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একান্ত ইচ্ছা কলকাতাকে ‘লন্ডন’ শহরের আদলে গড়ে তোলা। তার সেই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে এবার লন্ডনের হাইড পার্কের আদলে ঐতিহাসিক কার্জন পার্কে গড়ে তোলা হচ্ছে স্পিকার জোন।



কলকাতা পুরসভার উদ্যোগে এই কাজ শিগগিরই শুরু করা হচ্ছে বলে মঙ্গলবার বাংলানিউজকে জানিয়েছেন পুরসভার পার্ক ও উদ্যান বিভাগের মেয়র পারিষদ দেবাশিষ কুমার।

কার্জন পার্ক ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে ঐতিহাসিক স্থান হিসাবে চিহ্নিত। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো দেশনায়করা এখানে বক্তৃতা দিয়েছেন।

স্পিকার জোন তৈরি করার পর সেখানে রাষ্ট্রনায়কদের বক্তব্যের অডিও ভিডিও এখানে দর্শকদের দেখানো হবে বলে জানিয়েছেন দেবাশিষ কুমার।

তিনি আরও জানিয়েছেন, ‘এখানে কবিতা ও গান পরিবেশন করা যাবে। তবে কোন রাজনৈতিক দল এখানে সভা করতে পারবে না। ’

উল্লেখ, পরিচর্যার অভাবে এই ঐতিহাসিক পার্কটি বর্তমানে কলকাতায় ইঁদুরে একমাত্র প্রকাশ্য বিচরণ ভূমি। অনেক পর্যটক এখানে এসে ইঁদুরদের খাবার দেন।


ভারতীয় সময়: ১৬১৫ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।