ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মথুরা যুব সমাবেশে যোগ দিচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
মথুরা যুব সমাবেশে যোগ দিচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ মার্চ উত্তর প্রদেশের মথুরায় তিন দিনব্যাপী যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশ উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সমাবেশে যুব উন্নয়ন সম্পর্কিত সবক’টি দপ্তরের মন্ত্রীসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতের প্রতিটি রাজ্যের উচ্চস্তরের প্রতিনিধিরা।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে আগরতলার প্রদেশ বিজেপি ভবনে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান যুব বিজেপির জাতীয় পরিষদের সদস্য ‍ও দায়িত্বপ্রাপ্ত অবজারভার সৌরভ শিকদার।

তিনি আরও জানান, সমাবেশে ত্রিপুরা রাজ্য থেকেও যুবকদের একটি বড় দল যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে সৌরভ শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব বিজেপির সভাপতি জয়দীপ চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ বিজেপির কনভেনার অরুণ কান্তি ভৌমিকসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।