ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আর বিনিয়োগে উৎসাহী নয় টাটা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১১

কলকাতা: সিঙ্গুরের ঘটনা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে আছে টাটা কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গে তারা আর নতুন করে বিনিয়োগ করতে চাইছে না।

অন্তত মমতা ব্যানার্জি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তো নয়ই। টাটার অন্দরমহলের খবর অন্তত সেরমকই।

টাটার পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, মমতা ব্যানার্জি টাটাদের হয়ত রাজ্যে আনতে চান না। কোন রাজ্য সরকার যদি এভাবে কোন শিল্পগোষ্ঠীকে বাধা দেয়, তাহলে সে রাজ্যে বিনিয়োগ অর্থহীন।

বিবৃতিতে আরও বলা হয়, তারা বহুবার রাজ্য সরকারের কাছে বিনিয়োগ করার ইচ্ছাপ্রকাশ করেছে। ভবিষ্যতে আরো বিনিয়োগ করতে চেয়েও আবেদন জানিয়েছে। তবে রাজ্য সরকার তাদের সদিচ্ছাকে মোটেই সম্মান জানায়নি।

উল্লেখ্য, সিঙ্গুরের ন্যানো করাখানার জন্য টাটা মোটরস প্রায় ১ হাজার ৮শ’ কোটি রুপি বিনিয়োগ করেছিল।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।