ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাঁকুড়ায় সোমবার হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাম নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে বাঁকুড়া জেলায় সোমবার সকাল -সন্ধ্যা হরতাল ডেকেছে বামফ্রন্ট।

গত ১৩ মে ফল প্রকাশের পর এ পর্যন্ত বামফ্রন্টের ১৭ নেতা-কর্মীকে খুন করা হয়েছে বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়।



গত শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জনতা গ্রামের সিপিএমের জেলার শাখা সম্পাদক সীতারাম কু-ুকে খুন করে সন্ত্রাসীরা। তৃণমূল কর্মীরা এ খুন করেছে বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এদিন ওই জেলার বিধাননগর গ্রামের সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই কর্মী কাজল বিশ্বাসকেও মারধোর করে সন্ত্রাসীরা।

সিপিএম কার্যালয়ে বোমা রাখা আছে এ বলে তৃণমূলের কিছু সন্ত্রাসী পার্টির কার্যালয়ে ঢুকে কাজল বিশ্বাসকে মারধোর করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মেলনী হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।