ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত ইন্ডিয়া নাকি হিন্দুস্থান?

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১১
ভারত ইন্ডিয়া নাকি হিন্দুস্থান?

কলকাতা: আসলে দেশটির নাম কী? ভারত, ইন্ডিয়া নাকি হিন্দুস্থান! ভেবে উঠতে পারছেন না। আপনি কেন খোদ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে সঠিক কিছু জানে না।



তথ্য জানার অধিকার নিয়ে কাজ করা মনোরঞ্জন রায়ের প্রশ্নের উত্তরে এমন তথ্যই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মনোরঞ্জন রায়ের মনে দীর্ঘদিন ধরেই এই বিষয়ে প্রশ্ন ছিল। সেই কারণে তিনি তথ্য জানার অধিকার আইনে ওই মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

হতচকিত মনোরঞ্জন সংবাদমাধ্যমে বলেন,‘ ইংরেজিতে আমাদের দেশকে ইন্ডিয়া বলা হয়, হিন্দিতে আর বাংলায় ভারত এবং উর্দুতে হিন্দুস্থান। আমাদের দেশকে যদি এতো নামে ডাকা হয় তাহলে আসল নামটা কি?’

তিনি আরও বলেন,‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে আমি তো অবাক, ওদের কাছেও কোনো তথ্য নেই। ’

শুধু নামই নয়, আবেদন করে দেশের সরকারি ভাষাও জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা নিয়েও তাকে জানানো হয়েছে এবিষয়ে কোনো তথ্য নেই সরকারিভাবে।

ক্ষুব্ধ মনোরঞ্জন এখন আদালতে মামলা করার কথা ভাবছেন। আদালতের মাধ্যমেই তিনি দেশের আসল নাম জানতে চান। জানতে চান সরকারি ভাষা কি?

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।