ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের কেন্দ্রীয় বাজেট জনগণের স্বার্থপরিপন্থি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ভারতের কেন্দ্রীয় বাজেট জনগণের স্বার্থপরিপন্থি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারত সরকার পার্লামেন্টে ২০১৬-১৭ অর্থবছরের যে বাজেট পেশ করেছে তা জনগণের স্বার্থপরিপন্থি বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) লোকসভায় বাজেট পেশের পর সন্ধ্যায় মহাকরণে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।



তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয়েছে কথার মোড়কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে কৌশলী তিনি। এসটি, এসসি ও সংখ্যালঘুদের কল্যাণে যে বরাদ্দ রাখা দরকার ছিলো তা নেই।

কৃষকদের স্বার্থের কথা মুখে বলেছেন কিন্তু টাকা কোথায়? প্রশ্ন রাখেন তিনি।

ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীরেএ প্রতিক্রিয়া জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।