ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ভোট শুরু ৪ এপ্রিল, শেষ ৫ মে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
পশ্চিমবঙ্গে ভোট শুরু ৪ এপ্রিল, শেষ ৫ মে

কলকাতা: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন নাসিম জাইদি। বিধানসভার ২৯৪টি আসনে এ ভোট অনুষ্ঠিত হবে।



ছয় দফায় এ নির্বাচন সম্পন্ন হবে। প্রথম দফায় ৪ এপ্রিল ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। আর প্রথম দফার দ্বিতীয় দিনে ১১ এপ্রিল ৩১টি কেন্দ্রে ভোট হবে।

১৭ এপ্রিল তৃতীয় দফায় ৫৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর চতুর্থ দফার ভোট হবে ২১ এপ্রিল। এদিন ৬২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

পঞ্চম দফায় ৪৯টি, ষষ্ঠ দফায় ৫৩টি ও সর্বশেষ সপ্তম দফায় ২৫টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে যথাক্রমে ২৫ এপ্রিল, ৩০ এপ্রিল ও ৫ মে।

এদিকে, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, তামিলনাড়ু ও পণ্ডিচেরির বিধানসভায়ও ভোটের তারিখ ঘোষণা করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন নাসিম জাইদি।

আসামে ৪ এপ্রিল ও ১১ এপ্রিল দুই দফায় ভোট হবে। বাকি তিন রাজ্যে ভোট হবে ১৬ মে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৯ মে সবগুলো রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যগুলোর ওপর আদর্শ নির্বাচন বিধি বলবৎ হয়ে গেল বলে কমিশনের তরফে জানান হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ। ৭৭ হাজার ২৪৭টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৪ মার্চ , ২০১৬
ভিএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।